Terms and Conditions to Join this Site
১। এই ওয়েব সাইট এ আপনার organization এর নাম নথিভুক্ত করণের জন্য আপনার সংস্থা কে অবশ্যই জিয়াগঞ্জ থানা অথবা
জিয়াগঞ্জ – আজিমগঞ্জ পৌরসভার অধীনস্থ এলাকার মধ্যে হতে হবে ।
২। এই ওয়েব সাইটে যে সমস্ত সংস্থা নথিবদ্ধ হতে পারবে সেগুলি হল – (ক) শিক্ষা
সংক্রান্ত- যেমন (প্রাইমারী স্কুল, হাইস্কুল,
কলেজ, বিশ্ববিদ্যালয়, Education Centre, Training Centre, Coaching Centre ইত্যাদি ) । (খ) চিকিৎসা কেন্দ্র – যেমন ( হাসপাতাল, নার্সিংহোম, মেডিক্যাল সেন্টার ) । (গ)
শিল্প , কলকারখানা, স্থাপত্য, মন্দির, মসজিদ । (ঘ) রেলওয়ে স্টেশন , বাস স্টপ । (ঙ) পার্ক , পর্যটনকেন্দ্র , খেলার মাঠ , কোন দর্শনীয় স্থান , সংস্কৃতি পরিচর্যা কেন্দ্র , মিউজিয়াম , গ্রন্থাগার , ক্লাব , জিমখানা ,
পরিষেবা , পঞ্চায়েত , পৌরসভা
, থানা ইত্যাদি ।
*** এছাড়া অন্য কোন সংস্থা নথিবদ্ধ
হতে পারবে না ; চাইলে ফী প্রদান করে বিজ্ঞাপন দিতে পারে ।
৩। এই ওয়েব সাইটে নথিভুক্ত করনের জন্য প্রয়োজনীয় তথ্য
সংশ্লিষ্ট সংস্থা কেই ইংরাজিতে লিখে দিতে হবে এবং ছবি দিতে চাইলে সেটির সফট কপি
দিতে হবে ।
৪। এই সাইটে কোন ভুঁয়ো তথ্য দেওয়া
যাবে না , ভুঁয়ো প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে
আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
৫। এই সাইটে নথিভুক্ত করনের জন্য ফী
বাধ্যতা মূলক নয় , তবে এই সাইটটিকে আরও ভাল ভাবে পরিচালনার
জন্য আপুনি ডোনেট করতে পারেন ।
৬। সংশ্লিষ্ট সংস্থার প্রচারের জন্য এবং একই সাথে এই
ওয়েব সাইটের ভিজিটর বাড়ানোর জন্য - সংশ্লিষ্ট সংস্থার বিজ্ঞাপন, প্যাড , পত্রিকা , এবং অনুষ্ঠানে ( WWW.JIAGANJAZIMGANJ.BLOGSPOT.COM ) এই ওয়েব সাইটের নাম লিখে দিতে হবে ।
© JIAGNJ – AZIMGANJ 2014
0 comments: